কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ আরিফ (৩৫)। তিনি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ এনামের ছেলে। আহত মোহাম্মদ হোছাইন (৩২) একই এলাকার রাজা মিয়ার ছেলে। হতাহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে পেকুয়ার চৌমুহনী থেকে এবিসি আঞ্চলিক মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ হোছাইন। হরিণাফাঁড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আরিফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ হোছাইনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পেকুয়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় আরিফ মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত মোহাম্মদ হোছাইনের অবস্থাও আশঙ্কাজনক।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.