স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা
Published: 23rd, May 2025 GMT
খুলনার রূপসায় স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে যুবক আব্দার শেখকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। অন্যদিকে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাধা ও মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দার শেখের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনি শেখ বাড়ি ফিরে ঘরে স্ত্রীর সঙ্গে আব্দার শেখকে দেখতে পায়। এরপর মনি শেখ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দার শেখকে হত্যা করে।
এছাড়া স্ত্রী তানজিলাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য আব্দার শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাঁধ এবং মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য সিআইডি এবং পিবিআইর দুটি টিম কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক হৃদয়ের পিতার মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য হৃদয় হোসেন জয়ের পিতা মোহাম্মদ বাবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ সাধারন সম্পাদক জি এম সুমন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গত বৃহস্পতিবার (২২মে) রাতে মরহুম বাবর আলী বাগবাড়িস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার জুম্মা নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থান মসজিদে জানাযা শেষে নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থানে দাফন করা হয়।