ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপিত
Published: 26th, May 2025 GMT
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মতো গবেষণা দিবস বা ‘রিসার্চ ডে ২০২৫’ উদযাপন করেছে।
শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান।
ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেলী এ মুবদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গবেষণা দিবসের এ আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা হয়। প্রথমটি ছিল ‘বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব’ যেখানে গবেষণার মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় আলোচনার বিষয় ছিল ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা: সুযোগ ও চ্যালেঞ্জ’ যেখানে শিল্প ও শিক্ষাক্ষেত্রের অংশীদারত্বকে কেন্দ্র করে এ খাতের সভাবনা নিয়ে আলোচনা করা হয়।
গবেষক অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক রাশিদুল হক, এ কে এম মাসুদ এবং শিল্প খাত থেকে হুমায়রা আজম, ফিরোজ মোহাম্মদ ও শিহাব আহমেদ আলোচনায় অংশ নেন।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল থ্রি-মিনিট প্রেজেন্টেশন পর্ব; যেখানে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের চলমান গবেষণা উপস্থাপন করেন।
দিন শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক আজাদ খানকে আজীবন সম্মাননাসহ ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ বস ইউন ভ র স ট অন ষ ঠ ন র
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক