টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যাত্রাটা ভালো হয়নি লিটন দাসের। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল। লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ লাহোরে পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

কাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন জানিয়েছেন, আমিরাত–বিপর্যয় মাথায় রেখেই তাঁরা এখন নতুন লক্ষ্যের দিকে তাকিয়ে, ‘শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ।’

আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ার পর হওয়া সমালোচনাও মেনে নিয়েছেন তিনি, ‘আলোচনা–সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারি। আমরা জানি, কোথায় কী ভুল করেছি। চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়।’

আরও পড়ুনসিরিজ হারকে ‘জীবনের অংশ’ বললেন লিটন২২ মে ২০২৫

শারজায় আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে এসেছিল। নাজমুল হোসেন চোট পেয়ে ওই সিরিজে ছিলেন না, ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন। পরের সিরিজেই আমিরাতের কাছে ২–১ ব্যবধানে হার বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে পুরোনো প্রশ্নটি নতুন করে সামনে নিয়ে এসেছে।

ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়ক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ত

এছাড়াও পড়ুন:

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম রেজা।

রবিবার (১৩ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত।

আরো পড়ুন:

টিউশনির টাকায় বিসিএসের প্রস্তুতি: ৪৩-এ শিক্ষা, ৪৪-এ পররাষ্ট্র ক্যাডার

বাকৃবিতে ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নের দাবি

সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের ৯৩ শতাংশ।

গঠনতন্ত্র অনুযায়ী ইতোমধ্যে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।

ঢাকা/এএএম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ