আজাদ কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৫ পুলিশ নিহত
Published: 30th, May 2025 GMT
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ধীরকোট তেহসিলে একটি গাড়ি খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
আজাদ কাশ্মীরের বাগ জেলার পর্যটক এলাকা রাসডানাকে এ দুর্ঘটনা ঘটে। বাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, নিহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্য ফাহিম, এসএইচও নাভিদ এবং ইন্সপেক্টর ইয়াসির কাইনিও ছিলেন।
যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ১৬ মে থেকে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে একটি নোটিশ জারি করেছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সড়ক কর্তৃপক্ষ।
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে ট্রাফিক নিয়মকানুন খুব একটা অনুসরণ করা হয় না। এ ছাড়া পাহাড়ি এবং গ্রামাঞ্চলের সড়কের অবস্থা খুবই নাজুক। জিও নিউজ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
শূন্যের দুনিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ওপরে কেউ নেই
পাকিস্তান দলে সাইম আইয়ুবের ভূমিকাটা কী? এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কারণ, এই ওপেনার এশিয়া কাপে তিন ম্যাচ খেলে এখনো রানের দেখা পাননি। টানা তিন ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। অথচ এই সাইমই বল হাতে নিয়েছেন ৬ উইকেট—পাকিস্তান দলে সর্বোচ্চ উইকেটশিকারি!
পাকিস্তান দলের কোনো ক্রিকেটারের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। পাকিস্তানের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চারবার শূন্য রানে আউট হয়েছেন।
সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও একবার টানা তিন শূন্যের তিতা স্বাদ পেয়েছেন। সেটি সাইমের মতোই ওপেনিংয়ে নেমে। এ দুজন ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধু ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।
চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইম শূন্য রানে আউট হয়েছেন পাঁচবার। চলতি বছর যা যৌথভাবে সর্বোচ্চ এবং এই তালিকায় পাকিস্তান ওপেনারকে সঙ্গ দিচ্ছেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান—হাসান নেওয়াজ। তিনিও চলতি বছর পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন। হাসান (২২) যদিও সাইমের (১৭) চেয়ে ৫ ইনিংস বেশি খেলেছেন।
৫চলতি বছরে পাঁচবার শূন্যতে আউট হয়েছেন সাইম।সাইম সব মিলিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে আটবার শূন্য রানে আউট হয়েছেন, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১০বার পাকিস্তানের হয়ে শূন্য রানে আউট হয়েছেন উমর আকমল। আটবার শূন্য রানে আউট হয়ে সাইমের পাশে শহীদ আফ্রিদি। তবে আফ্রিদি খেলেছেন ৯০ ইনিংস, সাইম ৪৪।
আরও পড়ুনপাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো২ ঘণ্টা আগেআইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ২১ বার শূন্য রানে আউট হয়েছেন তাঁরা। পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের ব্যাটসম্যানেরা ১১ বার শূন্য রানে আউট হয়েছেন। চলতি বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারবার শূন্য রানে আউট হয়েছেন ওপেনার পারভেজ হোসেন।
পারভেজ হোসেন চলতি বছর চারবার শূন্যতে আউট হয়েছেন।