সৌদি আরবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসের শুরু থেকে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৪৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার নাজহার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, নগর প্রশাসন, আবাসন, মানবসম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, জাকাত, কর এবং কাস্টমস বিভাগের। সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন গ্রেপ্তার ১২০ জনের তালিকায়। প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রয়টার্স।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত