আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
Published: 2nd, June 2025 GMT
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম হাবিব আলী (২২)। নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে তার বাড়ি। গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই হাবিব আলী আত্মগোপনে ছিলেন। সেদিন আমিনুল টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।
এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে আমিনুলকে হেফাজতে নেয়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন।
সোমবার (২ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ওই ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় গত ২১ মে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হাবিবকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/কেয়া/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণপ ট ন আম ন ল ব গম র উপজ ল
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে