Samakal:
2025-11-03@13:01:27 GMT

মেধা অন্বেষণ প্রতিযোগিতা

Published: 2nd, June 2025 GMT

মেধা অন্বেষণ প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। ২২ মে সকালে প্রসাদপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। 
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের গোমস্তাপুর উপজেলার সভাপতি মুরশেদুল হাসান সাগর। বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, উপাধ্যক্ষ মাইনুল ইসলাম, সহকারী অধ্যাপক ড.

কামরুল হুদা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের আরবির প্রভাষক ড. আতিকুর রহমান, সুহৃদ উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ শাহীন আলম, মুত্তাকিন ইসলাম, মো. এনামুল হক, মো. মাইদুর রহমান, মুসফিকুর রহমান প্রমুখ। এ সময় ওই মাদ্রাসার শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ

এছাড়াও পড়ুন:

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলছে ৪ বন্ধ কারখানা

নয় দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি কারখানায় চালু হচ্ছে। 

বেতন, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলনের মুখে গত ২৫ অক্টোবর বিকেলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।

সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘‘২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা কারখানা চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কারখানায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছে।’’ 

ইপিজেড সূত্র জানিয়েছে, বন্ধ চারটি কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক রয়েছে। 

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে বন্ধ থাকা চার কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ দিন থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে কারখানায় আসার আহ্বান জানানো হয়েছে।

উত্তরা ইপিজেডের ২৭টি কারখানায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ