অনন্ত জলিলের কেক খাওয়ার ভিডিও ভাইরাল, কী বললেন বর্ষা
Published: 5th, June 2025 GMT
চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়াচ্ছেন এক তরুণী, তা দেখে অভিমান করেছেন তাঁর স্ত্রী অভিনেত্রী বর্ষা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে আলোচনায় এসেছেন অনন্ত জলিল ও বর্ষা জুটি। সঙ্গে আলোচনায় এসেছেন নাজমি জান্নাত নামের সেই তরুণী, যিনি পেশায় একজন মডেল।
আরও পড়ুনচিত্রনায়িকা বর্ষা যে কারণে অভিনয় ছাড়ার কথা বললেন২১ মার্চ ২০২৫বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এক ফেসবুক পোস্টে বর্ষা দাবি করেছেন, ভিডিওটি সম্পাদিত। তিনি লিখেছেন, ‘এডিটগুলো খুব প্রশংসা পাবার মতো। এটা খুব সাধারণ ব্যাপার ছিল আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সাথে আপনাদের ভাইও হেসেছে।’
ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেক–কাণ্ডে অনন্ত জলিল ও বর্ষার মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে? বর্ষা লিখেছেন, ‘না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ, মনে রাখবেন।’
গত শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনন্ত–বর্ষা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি