জামিনে বেরিয়ে আবারও চুরি, ইউপি সদস্যকে গণপিটুনি
Published: 5th, June 2025 GMT
চুরির মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে আবারও চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোরবান আলী।
বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে এ ঘটনা ঘটে। কোরবান আলী পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই উপজেলার কোনাবাড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোরবান আলী উল্লাপাড়ার বাহির থেকে আসা আব্দুল হামিদ নামের এক গরুর ব্যাপারীর পকেট থেকে টাকা চুরির সময় ধরা পড়েন। এ সময় হাটের লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে কোরবান আলী পার্শ্ববর্তী করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যান।
বড়হর হাটের ইজারাদার মো.
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, কোরবান আলীর বিরুদ্ধে থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে। এর আগে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দু’দিন আগেই জামিন পেয়ে তিনি কারাগার থেকে বের হন। তারপরেও
তার কোনো পরিবর্তন হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বড়হর হাটে চুরির ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলছে ৪ বন্ধ কারখানা
নয় দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি কারখানায় চালু হচ্ছে।
বেতন, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলনের মুখে গত ২৫ অক্টোবর বিকেলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।
সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘‘২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা কারখানা চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কারখানায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছে।’’
ইপিজেড সূত্র জানিয়েছে, বন্ধ চারটি কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক রয়েছে।
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে বন্ধ থাকা চার কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ দিন থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে কারখানায় আসার আহ্বান জানানো হয়েছে।
উত্তরা ইপিজেডের ২৭টি কারখানায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।
ঢাকা/সিথুন/বকুল