এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে একই দিন ভারতেরও হার বাংলাদেশের জন্য একটু স্বস্তির বার্তা হয়ে এসেছে। হংকংয়ে সফরে গিয়ে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ইগর স্টিমাচের দল। ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশের অবস্থান তৃতীয়।

ম্যাচ শুরুর আগে ভারতের জয় নিশ্চিত করতে খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। হংকংকে হারাতে পারলে ভারতীয় দলকে দেওয়া হতো ৪২ লাখ রুপি। তবে সেই পরিকল্পনা মাঠে কাজে আসেনি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা।

প্রথমার্ধে দু'দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ভারত সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, তবে ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রী নামলেও তাতেও লাভ হয়নি।

এই হারে গ্রুপ ‘সি’-তে রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিঙ্গাপুর। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে হংকং। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে এক পয়েন্টেই চার নম্বরে ভারত।

বাংলাদেশকে বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে অক্টোবরের ম্যাচগুলোতে হংকংয়ের বিপক্ষে পয়েন্ট তুলতেই হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ