চট্টগ্রামে যেভাবে ২৪ ঘণ্টায় উদ্ধার হলো চীনা নাগরিকের মুঠোফোন
Published: 11th, June 2025 GMT
চট্টগ্রামে এক চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাই করা মুঠোফোন মামলার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
গ্রেপ্তার তিনজন হলেন বরিশালের কোতোয়ালি থানার রূপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো.
পুলিশ জানায়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেডের টেকনিশিয়ান চীনা নাগরিক ঝেং কিং ঝিন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাজার করতে বাসা থেকে বের হয়ে ইপিজেড থানার বেপজা আবাসিক এলাকার প্রধান ফটকের ভেতর পাকা রাস্তার ওপর পৌঁছালে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। ওই সময় ছুরির ভয় দেখিয়ে চীনা নাগরিকের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেডের স্টোরকিপার রুবেল দাশ বাদী হয়ে ঘটনার পরপরই ইপিজেড থানায় মামলা করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও তাঁদের কাছ থেকে চীনা নাগরিকের ছিনতাই করা মুঠোফোন উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে