পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহিদা বেগম (৪৮) ও কুলসুম বিবি (১২৫)। অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আল-আমিন নিখোঁজ হন। তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বড় ভাই পরিচয়পত্র আনতে স্থানীয় ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে বাড়ির বাহিরে যান। এই সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে আল-আমিন দৌড়ে পালিয়ে যান।

আরো পড়ুন:

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা হলো না খোকনের

লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।

গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ