কেরানীগঞ্জে মোস্তফা মোহসীন মন্টুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত, শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
Published: 16th, June 2025 GMT
মুক্তিযুদ্ধের সংগঠক ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর দ্বিতীয় জানাজার নামাজ ঢাকার কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বজনসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।
আজ সোমবার সকাল সাড়ে নয়টায় কেরানীগঞ্জে মোস্তফা মোহসীনের দ্বিতীয় জানাজার নামাজের সময় নির্ধারিত ছিল। এর আগেই সকাল আটটা থেকে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ মোস্তফা মোহসীন মন্টুর পৈতৃক বাড়ির পাশের নেকরোজবাগ মাঠে এসে জড়ো হতে থাকেন। সকাল নয়টার দিকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জানাজায় অংশ নিতে আসেন গণফোরামের সাধারণ সম্পাদক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী