সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুরে ইসলাম (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোরে রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ইসলাম বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ির মনিরুল ইসলামের ছেলে। মরদেহ সুরতহাল শেষে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম.

মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে উপ-পরিদর্শক আবদুল মান্নান জানান। 

কামারখন্দের ওসি আব্দুল লতিফ জানান, ‌পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। স্বজনদের মাধ্যমে হত্যা মামলা করা হবে।

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল। হত্যাকারীরা হত্যা নিশ্চিত করে পালিয়ে গেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় হত য

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ