চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহমেদ (২১) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকার একটি রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে।

রাজু নাচোল উপজেলার নাচোল স্টেশন–সংলগ্ন শ্রীরামপুর গ্রামের আবদুল মোত্তালেবের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাজু প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে নিজের ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে পারিলা এলাকার একটি ইট বিছানো রাস্তার পাশ থেকে রাজুর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে রাজুকে হত্যা করা হয়েছে। গতকাল রাত ১২টা থেকে আজ ভোর চারটার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজু তাঁর মায়ের সঙ্গে সর্বশেষ রাত ১২টার দিকে মুঠোফোনে কথা বলেছিলেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলছে ৪ বন্ধ কারখানা

নয় দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি কারখানায় চালু হচ্ছে। 

বেতন, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলনের মুখে গত ২৫ অক্টোবর বিকেলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।

সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘‘২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা কারখানা চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কারখানায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছে।’’ 

ইপিজেড সূত্র জানিয়েছে, বন্ধ চারটি কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক রয়েছে। 

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে বন্ধ থাকা চার কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ দিন থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে কারখানায় আসার আহ্বান জানানো হয়েছে।

উত্তরা ইপিজেডের ২৭টি কারখানায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ