প্রতিবাদ জানাতে খালি পায়ে হাঁটলেন ৩০ কিলোমিটার
Published: 11th, July 2025 GMT
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত কম্বোডিয়ান দূতাবাসের সামনে কম্বোডিয়ার সিনেট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের একটি ছবিতে মাছের সস ছিটিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক থাই নাগরিক। খালি পায়ে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) হেঁটে দূতাবাসের সামনে যান থেওয়া স্রিতাওয়ান নামের ওই ব্যক্তি। থাই পুলিশ তাঁকে কিছু সময়ের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়।
৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত টেনিস কোচ থেওয়া স্রিতাওয়ান। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদে গত সোমবার ভোরে রাস্তায় নামেন তিনি। ব্যাংককের পাশের ননথাবুরি প্রদেশের পাক ক্রেত এলাকার নিজ বাড়ি থেকে প্রায় পাঁচ ঘণ্টা হেঁটে কম্বোডিয়ান দূতাবাসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগের ভেতরে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের একটি ছবি ও ফারমেন্টেড (গাঁজন করা) মাছের সসের একটি বোতল ছিল।
স্থানীয় গণমাধ্যম টাইগার নিউজ জানায়, থেওয়া পুলিশকে বলেন, ‘আমি ভোর ৬টায় বের হয়েছিলাম। বিতর্কিত সীমান্তে হুন সেনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমার এ যাত্রা।’
যাত্রার শেষ দিকে থেওয়া একটি ট্যাক্সিতে উঠে বসেন। বেলা ১১টার দিকে ব্যাংককের প্রাচা উৎহিত সড়কে অবস্থিত কম্বোডিয়ান দূতাবাসে পৌঁছান তিনি। এরপর রাস্তার পাশে হুন সেনের একটি ছবি মাটিতে বিছিয়ে সেটির ওপর মাছের সস ঢেলে দেন।
নাম প্লা রা বা থাই ফারমেন্টেড ফিশ সস থাইল্যান্ডে রান্নার একটি অপরিহার্য উপাদান। স্বাদ ও গন্ধে তীব্র এ সস স্বাদুপানির মাছের সঙ্গে লবণ ও চালের ভুসি (বা চালের গুঁড়া) মিশিয়ে অন্তত ছয় মাস ধরে ফারমেন্ট বা গাঁজন করার মাধ্যমে তৈরি করা হয়। দীর্ঘ এ গাঁজনপ্রক্রিয়া সসটিকে বিশেষ তীব্র ধরনের স্বাদ ও গন্ধ দেয়।
সসের তীব্র গন্ধে দূতাবাসের নিরাপত্তারক্ষীদের সন্দেহ শুরু হয়। ব্যাংকক পোস্ট জানিয়েছে, তাঁরা তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে থেওয়াকে থামিয়ে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে থাকা লোকজন জানান, হুনের ছবিতে মাছের সস ঢালার দৃশ্যটি একই সঙ্গে হাস্যকর ছিল।
থেওয়ার বিরুদ্ধে কম্বোডিয়ান দূতাবাস কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে এমন কাণ্ডের জন্য থাই পুলিশ তাঁকে ১০০ বাথ (প্রায় ৩ মার্কিন ডলার) জরিমানা করে ছেড়ে দিয়েছে। কারণ, ওই পরিমাণ অর্থই ছিল তাঁর সঙ্গে। অভিযোগ? সড়ক নোংরা করা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫