লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দিলো গ্লোবাল ইসলামী ব্যাংক
Published: 13th, July 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ লোকসান থাকা সত্ত্বেও ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কৃত্রিম মুনাফা দেখিয়ে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে ছিল। তবে ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ পূর্বের ঘোষণাটি সংশোধন করে ‘নো ডিভিডেন্ড' বা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর ব্যাখ্যা হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃতপক্ষে ব্যাংকটির লভ্যাংশ ঘোষণা করার কোন যোগ্যতাই ছিল না কৃত্রিম মুনাফা দেখিয়ে লভ্যাংশ ঘোষণা করা হয়। যার পরিপ্রেক্ষিতে লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন এনেছে গ্লোবাল ইসলামী ব্যাংক।
রবিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির নিয়ম অনুযায়ি, কোন বছরে লোকসান করলে এবং পুঞ্জীভূত লোকসানে থাকা কোম্পানি লভ্যাংশ ঘোষনা করতে পারবে না।
এ বিধান সত্ত্বেও গ্লোবাল ইসলামী ব্যাংকের কৃত্রিম মুনাফা দেখিয়ে ওই বছরের ব্যবসায় ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, যা সংশোধন করে কোম্পানির পর্ষদ ‘নো ডিভিডেন্ড' ঘোষণা করেছে। এছাড়া, আগামী ১৯ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড তারিখ আগেরটি (৬ জুন, ২০২৩) বহাল থাকবে।
এই ব্যাংকটির ভেতরে ফাঁকা থাকলে অতিরঞ্জিত আর্থিক হিসাব দেখিয়ে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৪২৫ কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) উল্লেখ করা হয়েছিল ১.
সম্প্রতি ব্যাংকটির ২০২৩ সালের আর্থিক হিসাব সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির দেখানো ১.৩০ টাকার ইপিএস নেমে এসেছে ঋণাত্মক (২১.৭৯) টাকায়। আর ১৩.৯৪ টাকার এনএভিপিএস ঋণাত্মক (৯.১৪) টাকায় নেমে এসেছে।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ ল ব ল ইসল ম
এছাড়াও পড়ুন:
লভ্যাংশ দেবে না ড্যাফোডিল কম্পিউটার্স ও ইনটেক
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে।
কোম্পানি দুইটি হলো- ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ও ইনটেক লিমিটেড।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
রবিবার (২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ড্যাফোডিল কম্পিউটার: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৬ টাকা। এ কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ইনটেক: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩৮) টাকা। এ কোম্পানিটির গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (০.৪৫)। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা