দিনাজপুরের বিরামপুরে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবার পক্ষ থেকে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা-পুলিশ সূত্রে জানা গেছে। আটক সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে শালবন এলাকায় গিয়েছিল। সন্ধ্যায় সেখান থেকে সে একা বাড়ি ফিরছিল। পথে একটি কালভার্টের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম শিশুটির পথ রোধ করেন। এ সময় সাইফুল ইসলাম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।

এ বিষয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। তাঁকে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ