৩ নারীসহ যাচ্ছিলেন কক্সবাজার, পথে যুবককে কুপিয়ে হত্যা
Published: 26th, July 2025 GMT
তিনজন নারীসহ কক্সবাজার যাচ্ছিলেন মো. আল-মামুন (৩৫) নামের এক ব্যক্তি। পথে যাত্রা বিরতির সময় তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ২৩টি মামলা রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দাউদকান্দি, তিতাসসহ একাধিক থানায় ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে গৌরীপুর বাসস্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন ওই রাতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে উঠেছিলেন। বাসটি গৌরীপুর স্টেশনে থামলে পানি কেনার জন্য তিনি নিচে নামেন। এসময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, গৌরীপুর ও তৎসংলগ্ন এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই আল-মামুনকে টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে যৌথ চেকপোস্টে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার হয়েছিলেন আল-মামুন। জেলা পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।
ঢাকা/রুবেল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক