গিলের জোড়া রেকর্ডের দিনে নায়ারের ফিফটি
Published: 31st, July 2025 GMT
ওভালে সর্বশেষ ২১টি প্রথম শ্রেণির ম্যাচেই টসে জেতা দল আগে ব্যাটিং করেনি, নিয়েছে বোলিং। সেই ধারা মেনে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপও কাল বলই হাতে তুলে নিয়েছেন, ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতকে। মেঘলা আকাশের নিচে বোলারদের সুবিধা পাওয়ার যে উদ্দেশ্য থেকে বোলিং নেওয়া, সেটি ভালোই কাজে লাগিয়েছেন জশ টাং, গাস অ্যাটকিনসনরা।
ওভালে ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’র পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দিনে সব মিলিয়ে খেলা হয়েছে ৬৪ ওভার। তাতে ভারত করেছে ২০৪ রান। করুন নায়ার ৫২ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রানে ব্যাট করছেন।
৬ উইকেট হারিয়ে ফেলার দিনটি ভারত অধিনায়ক শুবমান গিলের জন্য স্মরণীয় হয়ে থাকার কথা। ৩৫ বলে ২১ রানের ছোট ইনিংস খেলার পথেই দুটি নতুন রেকর্ড গড়েছেন গিল। রানের খাতা খুলেই গড়েছেন সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭২৩), ১১তম রানটি নিয়ে গড়েছেন ভারত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৩৩)।
প্রথমটিতে পেছনে ফেলেছেন গ্যারি সোবার্সের ৫৯ বছরের রেকর্ড, দ্বিতীয়টিতে সুনীল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। গিলের দুই রেকর্ডের ইনিংসটা থেমেছে নিজেরই ভুলে। গাস অ্যাটকিনসনের বল সামনে খেলেই রানের জন্য দৌড় দিয়েছিলেন, নাগালে পাওয়া বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দিতে ভুল করেননি ইংলিশ পেসার।
গিলের রেকর্ডগড়া ইনিংসের সমাপ্তি ঘটেছে রান আউটে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র র কর ড
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।