৫-৪-৩-২-১ পদ্ধতিতে ব্যাগ গোছানোর নিয়ম
Published: 29th, August 2025 GMT
দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় ব্যাগ গোছাতে গেলে বিপদে পড়তে হয়। ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতি অনুসরণ করতে পারেন। জেনে নিন উপায়।
পোশাক
কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, কি কি পোশাক লাগবে এগুলো আগে ঠিক করুন। যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া কেমন এই বিষয় বিবেচনায় নিয়ে, মোট কথা প্রয়োজনের কথা মাথায় রেখে পোশাক গুছিয়ে নিন। সেক্ষেত্রে পোশাকের সংখ্যা যেন পাঁচের বেশি না হয়।
আরো পড়ুন:
কাশ্মীরের অদম্য এক নারী শাসক
অল্প কয়েকটি উপকরণে তৈরি ‘মাছের ডিমের কালিয়া’
জুতা
কোথাও বেড়াতে যাচ্ছেন মানে, হাঁটতে হবে, আছে-দূরে কোথাও যেতে হবে। আপনি যাচ্ছেন অবসর উদযাপনে, সেই উদযাপনটা যাতে ভুল জুতার জন্য নষ্ট হয়ে না যায়। এক জোড়া জুতা পরে যাবেন। এরপর সেখানে গিয়ে পরার জন্য স্নিকার, স্যান্ডেল এবং জুতা নেবেন। যদি দুই জোড়া জুতা নিয়ে প্রয়োজন পুরণ হয় তাহলে চার জোড়া জুতা নেওয়ার কোনো প্রয়োজন নেই।
অন্যান্য জিনিস ৩
ধরুন— টুপি, ছাতা, বেল্ট, সানগ্লাসের মতো জিনিস খুবই প্রয়োজনীয়গুলো সঙ্গে রাখুন। তবে এই জিনিসগুলোর মধ্যে অন্তত ৩টে জিনিস নিয়ে নিন। যেমন টুপির বদলে সানগ্লাস নিতে পারেন।
ব্যাগ গোছানোর সময় খেয়াল করতে হবে একটি জিনিস যদি দুইটি প্রয়োজন পূরণ করে তাহলে সেই জিনিসটিকে প্রাধান্য দিতে পারেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে