Risingbd:
2025-11-03@10:20:18 GMT

অবশেষে জার্মানির স্বস্তির জয়

Published: 8th, September 2025 GMT

অবশেষে জার্মানির স্বস্তির জয়

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর অবশেষে জয় ফিরল জার্মান শিবিরে। ডাবলিনে রোববার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের হতাশা কাটাল নাগেলসম্যানের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। সপ্তম মিনিটেই সের্গে জিনাব্রি গোল করে দলকে এগিয়ে নেন। নিউক্যাসল মিডফিল্ডার নিক ভল্টামাডারের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে ৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতায় ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস।

আরো পড়ুন:

জিতেও খুশি নয় ইংল্যান্ডে কোচ টুখল

দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু

প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর চিত্র পাল্টে যায়। ৬৯ মিনিটে ডেভিড রাউমের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল ফাঁকায় চলে আসে, সুযোগটি নষ্ট করেননি নাদিম আমিরি। মাত্র তিন মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বলের দখল ছিল জার্মানদের হাতে। লক্ষ্যে ১১ শটের মধ্যে ৬টি পাঠায় তারা অন টার্গেটে। যেখানে আয়ারল্যান্ডের তিন শটের মধ্যে একটিই ছিল অন টার্গেটে, আর সেই শট থেকেই গোল পেয়েছিল সফরকারীরা।

এই জয়ে ‘এ’ গ্রুপের দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দুইয়ে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা দুই জয় নিয়ে শীর্ষে স্লোভাকিয়া, আর লুক্সেমবার্গ দুই ম্যাচেই হেরে তলানিতে নেমে গেছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল

এছাড়াও পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ

দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।

আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫

গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ