বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর অবশেষে জয় ফিরল জার্মান শিবিরে। ডাবলিনে রোববার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের হতাশা কাটাল নাগেলসম্যানের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। সপ্তম মিনিটেই সের্গে জিনাব্রি গোল করে দলকে এগিয়ে নেন। নিউক্যাসল মিডফিল্ডার নিক ভল্টামাডারের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে ৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতায় ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস।
আরো পড়ুন:
জিতেও খুশি নয় ইংল্যান্ডে কোচ টুখল
দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু
প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর চিত্র পাল্টে যায়। ৬৯ মিনিটে ডেভিড রাউমের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল ফাঁকায় চলে আসে, সুযোগটি নষ্ট করেননি নাদিম আমিরি। মাত্র তিন মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বলের দখল ছিল জার্মানদের হাতে। লক্ষ্যে ১১ শটের মধ্যে ৬টি পাঠায় তারা অন টার্গেটে। যেখানে আয়ারল্যান্ডের তিন শটের মধ্যে একটিই ছিল অন টার্গেটে, আর সেই শট থেকেই গোল পেয়েছিল সফরকারীরা।
এই জয়ে ‘এ’ গ্রুপের দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দুইয়ে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা দুই জয় নিয়ে শীর্ষে স্লোভাকিয়া, আর লুক্সেমবার্গ দুই ম্যাচেই হেরে তলানিতে নেমে গেছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল
এছাড়াও পড়ুন:
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলছে ৪ বন্ধ কারখানা
নয় দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নীলফামারীর উত্তরা ইপিজেডের চারটি কারখানায় চালু হচ্ছে।
বেতন, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলনের মুখে গত ২৫ অক্টোবর বিকেলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।
সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘‘২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা কারখানা চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কারখানায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছে।’’
ইপিজেড সূত্র জানিয়েছে, বন্ধ চারটি কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক রয়েছে।
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে বন্ধ থাকা চার কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ দিন থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে কারখানায় আসার আহ্বান জানানো হয়েছে।
উত্তরা ইপিজেডের ২৭টি কারখানায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।
ঢাকা/সিথুন/বকুল