আবারো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের
Published: 19th, September 2025 GMT
গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ছিটমহলে ত্রাণষ সরবরাহের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে আবারো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আনা প্রস্তাবে এই নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিলো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
১৫ সদস্যের পরিষদের নির্বাচিত ১০ সদস্যের প্রণীত এই প্রস্তাবে হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়েছিল প্রস্তাবে।
রয়টার্স জানিয়েছে, প্রস্তাবের পক্ষে ১৪টি ভোট পড়ে। স্রেফ যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভেটো দিয়েছে।
ভোটের আগে ডেনমার্কের জাতিসংঘের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন নিরাপত্তা পরিষদকে বলেন, “গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে - পূর্বাভাসিত নয়, ঘোষিত নয়, নিশ্চিত করা হয়েছে। এদিকে, ইসরায়েল গাজা শহরে তার সামরিক অভিযান সম্প্রসারণ করেছে, যা বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র করেছে। ফলস্বরূপ, এই বিপর্যয়কর পরিস্থিতি, এই মানবিক বিপর্যয় এবং মানবিক ব্যর্থতাই আমাদের আজ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।”
ভোটের আগে মার্কিন কূটনীতিক মরগান ওর্টাগাস বলেছেন, “এই যুদ্ধ শুরু করার এবং চালিয়ে যাওয়ার জন্য হামাস দায়ী। ইসরায়েল প্রস্তাবিত শর্তাবলী গ্রহণ করেছে যা যুদ্ধের অবসান ঘটাবে কিন্তু হামাস সেগুলি প্রত্যাখ্যান করে চলেছে। হামাস যদি জিম্মিদের মুক্ত করে এবং অস্ত্র সমর্পণ করে তবে এই যুদ্ধ আজই শেষ হতে পারে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র প রস ত ব
এছাড়াও পড়ুন:
বারহাট্টায় বিএনপির ৬ নেতাকে শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের স্বাক্ষরে এ নোটিস জারি করা হয়।
নোটিসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যারা নোটিশ পেয়েছেন তারা হলেন— বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভুট্টো ও সদস্য মো. মোস্তফা কামাল।
দলীয় সূত্র জানিয়েছে, এসব নেতার বিরুদ্ধে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ আছে। এর পাশাপাশি তাদের পরিবারের কয়েকজন মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেছেন, দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই, কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
কারণ দর্শানোর নোটিস পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, এখনো কপি হাতে পাননি, তবে বিষয়টি শুনেছেন। তারা নোটিসের জবাব দেবেন।
ঢাকা/ইবাদ/রফিক