রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত মো.

সুজনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মদনপুর। তিনি গ্রিন লাইন পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রাসেল মিয়া জানান, রাতে শনির আখড়া সেন্টু পাম্পের সামনে তাদের বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হয় সুজন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মধ্যরাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন

নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।

এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।

মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’

মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন