কক্সবাজারের মহেশখালীতে প্রেমের ঘটনার জেরে হামলায় নুরুননবী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আরও ৮-১০ জন আহত হন। 

নিহত নুরুননবী ওই গ্রামের ফরিদুল আলমের ছেলে। 

এলাকাবাসী জানান, ফরিদের প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে সিপাহিপাড়ার সাগর নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। ফেরার পথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ফরিদুল ও তাঁর পরিবারের সদস্যরা সাগরকে আটক করে। পরে মেয়ের বাবার কাছে তাঁকে বুঝিয়ে দিয়ে রাত ১২টার দিকে ফরিদুল সেখান থেকে চলে যান।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, এ ঘটনার জেরে সম্মানহানির অভিযোগ তোলে মেয়ে ও ছেলের পরিবার। তারা একত্রে রাতেই ফরিদুল আলমের বাড়িতে হামলা করে। এ সময় নুরুননবী, কালা বাশি, সাইফুল, ফরিদ, ইব্রাহীম, মুকসুদ, নুর, তারেকসহ আরও কয়েকজন আহত হন।

এলাকাবাসী আহত ব্যক্তিদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুননবীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টার দিকে মরদেহ সেখান থেকে বাড়িতে আনা হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ মামলা না করলেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ