হোসিয়ারী নির্বাচনে বদু প্যানেলের ব্যাপক প্রচার-প্রচারনা
Published: 20th, January 2025 GMT
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল। সোমবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকায় বদিউজ্জামান বদু এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থণা ও দোয়া করেন।
এসময়, বদু প্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয়, আপনারা জানেন এবং দেখেছেন বিগত সময়ে হুসিয়ারী মালিক সমিতিদের ও ব্যবসায়ীদের কণ্ঠরোধ করা হয়েছিল। আজও আপনারা দেখছেন একজন লোক এই হোসিয়ারী সমিতির নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
আপনারা সবাই দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যাতে করে তারা আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং আপনাদের পক্ষ হয়ে কাজ করতে পারে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন।
সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীকে দেখাতে চাই জনগণের ভোট কতটা মূল্যবান। আপনাদের মূল্যবান ভোট আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেনারেল গ্রুপের আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু,মনির হোসেন খান, মো.
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আপন দ র আপন র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।
কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/রাজীব