যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) গতকাল রোববার ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার হ্যাটট্রিকে নাশভিলের বিপক্ষে মায়ামি পেয়েছে ৫–২ গোলের বড় জয়।

দলকে জেতানোর পথে এটা ছিল মেসির ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। ২০২৫ সালে এটা মেসির প্রথম হ্যাটট্রিক। এর আগে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে হ্যাট্রটিক করেন ইন্টার মায়ামি তারকা।

ক্যারিয়ারে ৬০ বার এক ম্যাচে ৩ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এ পরিসংখ্যানে পিছিয়ে মেসি। রোনালদো এখন পর্যন্ত ৬৬টি হ্যাটট্রিক করেছেন। রোনালদোকে ছুঁতে আরও ৬টি হ্যাটট্রিক করতে হবে মেসিকে।

আরও পড়ুনমেসি করলেন হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শেষ মায়ামির১৯ অক্টোবর ২০২৫

রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও হ্যাটট্রিকের শুরুটা কিন্তু মেসিই আগে করেছিলেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের প্রথম হ্যাটট্রিক ২০০৭ সালে। রোনালদোর প্রথম হ্যাটট্রিক ২০০৮ সালে।

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত একটি করে হলেও হ্যাটট্রিক করেছেন দুই কিংবদন্তি। চলতি বছর মেসি হ্যাটট্রিক পেলেও রোনালদো এখনো হ্যাটট্রিকের দেখা পাননি।

শেষ পর্যন্ত যদি রোনালদো এ বছর হ্যাটট্রিক না পান তবে ২০০৯ সালের পর এই প্রথম একটি বছর হ্যাটট্রিকবিহীন থাকবেন ‘সিআর সেভেন।’ হ্যাটট্রিক করার হারে অবশ্য রোনালদোর চেয়ে মেসিই এগিয়ে। মেসি গড়ে প্রতি ১৮.

৮ ম্যাচে একবার করে হ্যাটট্রিক করেছেন, রোনালদো গড়ে প্রতি ১৯.৬ ম্যাচে একবার করে।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫

মেসি ও রোনালদো জাতীয় দলের হয়ে সমান ১০টি করে হ্যাটট্রিক করলেও পার্থক্য গড়ে দিয়েছে মূলত ক্লাব ক্যারিয়ারে হ্যাটট্রিকসংখ্যা। ক্লাবের হয়ে লিগে রোনালদোর হ্যাটট্রিক যেখানে ৪৫টি, সেখানে মেসির হ্যাটট্রিক ৩৮টি। চ্যাম্পিয়নস লিগে অবশ্য দুজনেরই হ্যাটট্রিকসংখ্যা সমান ৮টি করে। লিগ ও চ্যাম্পিয়নস লিগের বাইরে অন্যান্য কাপ টুর্নামেন্টে মেসি হ্যাটট্রিক করেছেন ৪টি এবং রোনালদোর হ্যাটট্রিক ৩টি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২৫ নভেম্বর

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।

শিক্ষাগত যোগ্যতা

১. এসএসসি ও সমমান–২০২৫

# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:

বিজ্ঞানে জিপিএ–৫.০০, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.৭৫।

# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.০০।

২. এইচএসসি ও সমমান–২০২৪

# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:

বিজ্ঞানে জিপিএ–৪.৮০, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.৫০।

# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.০০।

আরও পড়ুনসাইনবোর্ডে ‘কলেজ’, লেখাপড়া নেই ৫ ঘণ্টা আগে

৩. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং–২০২৪

# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:

জিপিএ–৩.৫০।

# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:

জিপিএ–৩.০০।

শর্তাবলি

১. মা–বাবা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণ।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মুঠোফোন নম্বরসহ প্রত্যয়নপত্র।

৩. প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাসের প্রত্যয়নপত্র।

৪. শিক্ষার্থীর যেকোনো ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

৫. শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর।

৬. শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি।

আরও পড়ুনজাপানে জাতিসংঘের ইন্টার্নশিপ, চলছে আবেদন৯ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

১. এসএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর।

২. এইচএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর বা স্নাতক সম্মান পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছরের বৃত্তি প্রদান করা হবে।

৩. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক:

২. অনলাইনে আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৫।

# বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট

আরও পড়ুনট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে চারটি সার্টিফিকেট কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২৫ নভেম্বর
  • আদালতে হাজিরা শেষে সাবেক এমপি মুক্তিকে কারাগারে প্রেরণ