বকেয়া বেতনের দাবিতে বন্দরে পারটেক্স বোর্ডের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
Published: 21st, January 2025 GMT
বন্দরে পারটেক্স স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড এর বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা । মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৭ নং ওয়ার্ডের হরিপুরস্থ উল্লেখিত কারখানায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকসহ বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ইং সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধি দাবিতে কারখানার অফিস ঘেরাও করে শতশত শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করে। এক পর্যায়ে মালিক পক্ষ শ্রমিকপক্ষের তোপের মুখে পরে তাৎক্ষনিক এক সমঝোতার মাধ্যমে গত ডিসেম্বর মাসের বকেয়া বেতন শ্রমিকের মাঝে দেয়া শুরু করে। শ্রমিক পক্ষের দাবি তাদের ইনক্রিমেন্ট একসাথে পরিশোধ করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় আগামী ২৮ জানুয়ারী মধ্যে ইনক্রিমেন্ট দিয়ে দেবে এ আশ্বাসে সাধারন শ্রমিকেরা কারখানা ত্যাগ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ