কিশোরগঞ্জে সনাক সভাপতির বিরুদ্ধে মামলা, টিআইবির উদ্বেগ
Published: 22nd, January 2025 GMT
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি ম. ম. জুয়েলকে আসামি করায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত তহমুল ইসলাম মাজহারুল নামে এক ব্যক্তি গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। এতে ১২৪ আসামির মধ্যে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গঠিত সনাকের কিশোরগঞ্জ জেলা সভাপতি ম.
এটি জুলাই অভ্যুত্থান নিয়ে সারাদেশে বিভিন্ন মামলায় যথেচ্ছ আসামি করার প্রবণতার নজির উল্লেখ করে টিআইবি বলেছে, এ ধরনের মামলা একদিকে যেমন ছাত্র-জনতার ওপর সংঘটিত নজিরবিহীন সহিংসতার জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহির সম্ভাবনাকে দুর্বল করছে, অন্যদিকে নিরপরাধ অনেকের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। বিচার প্রক্রিয়া সম্পর্কে দেশ-বিদেশে আস্থা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকিও তৈরি করছে। মাজহারুলের মামলায় সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। তবে তাদের মধ্যে সনাকের জেলা সভাপতির নাম দেখে স্থানীয় একাধিক ব্যক্তি অবাক হয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, প্রতিটি মামলাই যাচাই-বাছাই হচ্ছে। যারা প্রকৃত দায়ী, কেবল তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। জুয়েলের বিষয়টিও যাচাই করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট আইব ক শ রগঞ জ ট আইব
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি