চট্টগ্রামের রাউজানে বিএনপির উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এবং পরে মুন্সির ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১টার দিকে রাউজান উপজেলা ও পৌরসভার সদ্য নির্বাচিত বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন নেতাকর্মীরা। তারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী। এ খবরে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। সাক্ষাৎ চলাকালে ভেতরে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনের ভেতরে হট্টগোল বাধে। সাক্ষাৎ শেষে বেরিয়ে এলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গ্রুপের সঙ্গে আকবর গ্রুপের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ‌এ সময় পুলিশ দু’পক্ষের লোকজনকে উপজেলা পরিষদ মাঠ ছাড়তে বাধ্য করে। পরে উভয় গ্রুপের অনুসারীরা উপজেলা চত্বর থেকে মিছিল সহকারে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সির ঘাটায় পৌঁছলে তাদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

এই বিষয়ে রাউজান উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোলাম আকবর খন্দকারের অনুসারী আনোয়ার হোসেন বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে উপজেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছি। হঠাৎ কিছু দুষ্কৃতকারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলায় সভাপতি জসীম চৌধুরীসহ ১০-১২ জন আহত হয়। গত ১৭ বছর যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তারাই এই হামলা করেছে। 

এই বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, তৃণমূলের নেতাকর্মীকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে পুনর্বাসন করতে তারা পকেট কমিটি করেছে। সেই কমিটি স্বৈরাচারীর দোসরদের সঙ্গে নিয়ে উপজেলায় এলে সাধারণ নেতাকর্মীরা প্রতিবাদ করলে গোলাম আকবরের অনুসারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ সমকালকে বলেন, বিএনপির কিছু নেতাকর্মী সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। তবে আমার অফিসের ভেতরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন