ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির ফোটার মত পড়ছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে সড়ক ও মহাসড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২ দিন ধরে দেখা যায়নি সূর্যের মুখ। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। ভোর থেকে জেলা জুড়ে কুয়াশাচ্ছন্ন থাকায় ও হিমেল হওয়া বয়ে যাওয়া তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।
সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিন মজুরেরা। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রিকশাচালক খবির মিয়া বলেন, “সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে ও ভোর থেকেই কুয়াশায় ভরে থাকে শহর। মানুষজন বাইরে বের না হওয়ায় ভাড়া পাওয়া যায় না। এতে আমাদের অলস সময় কাটাতে হয়। ফলে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে।”
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, “শুক্রবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। এমন অবস্থা আরো ১-২ দিন থাকবে।”
ঢাকা/বাদল/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন