ঢাকা সারুলিয়া মাদ্রাসার শিক্ষককে  অপহরণের পর মুক্তিপন আদায় করে মেয়ে লেলিয়ে দিয়ে ব্লাকমিলিং করার মামলার দীর্ঘ দেড় মাস পর অবশেষে পলাতক আসামী রিফাদ হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী)  রাতে বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রিফাদ হোসেন উল্লেখিত এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় তাকে আদালতে প্রেরণ  করেছে পুলিশ। যার মামলা নং- ১৩(১২)২৪ ধারা- ৩৬৫/ ৩৮৫/ ৩৮৬/ ৩২৩/ ৫০৬ দঃবিঃ।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ আজিজ মিয়ার বাড়ি থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে এলাকাবাসী।

অপহৃত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, গত রোববার বিকেলে আমি বন্দর উপজেলার  মদনপুর ফুফাত ভাই জুয়েলের সাথে দেখা করে  আমার কর্মস্থল ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগর তারতিলুল কোরআন মাদ্রাসা যাওয়ার জন্য সিএনজিতে উঠি।

সিএনজি গাড়ীটি কিছু দূর যাওয়ার পর গাড়ীতে থাকা অপহরনকারীরা আমাকে ২টি ধারালো  অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক চর ঘারমোড়া এলাকার আজিজ মিয়ার বাড়িতে আনে। পরে আমাকে ৪ ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে আমার সাথে থাকা ১টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।  

পরে আপহরণকারিরা মুক্তিপন হিসেবে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায়  আমি জীবন রক্ষার্থে মাদ্রাসার শিক্ষক, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধদের কাছ থেকে আমার নাম্বারসহ অপহরনকারীদের বিভিন্ন নাম্বারে বিকাশের মাধ্যমে আরো ৩০ হাজার টাকা মুক্তিপনে টাকা দেই।

টাকা নেওয়ার পরও কাজী মাসুদ, রিফাদ আমাকে মেয়ে দিয়ে ভিডিও করে ব্লাকমিলিং করে। পরে আমার চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধারসহ অপহরনকারী চক্রের হোতা কাজী মাসুদকে আটক করে পুলিশে সর্পোদ করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপহরণ

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক

বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ। 

অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। 

আরো পড়ুন:

ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই 

সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। 

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আগারগাঁওয়ে সেনা অভিযানে অপহৃত ৪ কিশোর উদ্ধার
  • গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
  • অপহরণে বাঁধা দেওয়ায় যুবককে গুলি করে হত্যা, আটক ৩
  • অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক
  • ছাড়া পেলেন অপহৃত কৃষক, এক অপহরণকারী অস্ত্রসহ গ্রেপ্তার