গাইবান্ধা সদর উপজেলার রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে গাইবান্ধা-বোনারপাড়া রেলওয়ের বাদিয়াখালি স্টেশনের (৫০ এফ) ব্রিজের উত্তরে সন্ন্যাসদহ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ের ওসি খায়রুল ইসলাম তালুকদার।
ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, “আজ সকালের দিকে রেললাইনের পাশে নাম না জানা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা সাঘাটা উপজেলার বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তাদের হেফাজতে নেয়। এখনো নিহতের পরিচয় শনাক্ত হয়নি।”
আরো পড়ুন:
সেফটিক ট্যাংকে যুবকের মরদেহ
রেললাইনে মিলল মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
তিনি আরো বলেন, “জেলা সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহের পরিচয় শনাক্তকরণের কাজ শুরু হবে। এরপর মরদেহ গাইবান্ধা মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহের মাথার পেছনের অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। পিঠ ও হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে।”
ঢাকা/মাসুম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মরদ হ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫