ঘুষ হিসেবে দাবি করা ১০০ টাকা দিতে রাজি না হওয়ায় মেহেরপুরের গাংনীতে আরিফ হোসেন (৪৩) নামে এক ভ্যানচালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদে ঘটে এ ঘটনা। আরিফের ভাষ্য, তাঁর টিসিবি কার্ডটি অনলাইনে নবায়নের জন্য গিয়েছিলেন। সেখানে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ঘুষ দাবি করে। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা হয়। 

আরিফ হোসেন একই ইউনিয়নের জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার রেজাউল হকের ছেলে। তাঁর ভাষ্য, টিসিবি কার্ড অনলাইনে নবায়নের জন্য গেলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ১০০ টাকা দাবি করেন। টাকা কেন দিতে হবে জানতে চাইলে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আসমাতারার ইন্ধনে তার ক্যাডাররা লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে তারা। 

এ বিষয়ে আরিফ থানায় অভিযোগ দিতে চাইলেও প্যানেল চেয়ারম্যানের লোকজন বিষয়টি মিটিয়ে ফেলতে বলছে। ন্যায়বিচার না পেলে তিনি থানায় মামলা করবেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেনি। পড়ে গিয়ে আহত হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়। 

তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হোসেন জানিয়েছেন, আরিফ হোসেনের মাথা আঘাতের কারণে ফেটে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এদিকে প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁর প্রতি অনাস্থা জানায় পরিষদের অন্য সদস্যরা ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও প্রীতম সাহা বলেন, ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অনাস্থার বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেবেন। ঘুষ দাবি ও ভ্যানচালকের মাথা ফাটিয়ে দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ফ হ স ন ব ষয়ট

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ