১০০ টাকা ঘুষ না দেওয়ায় মাথা ফাটল ভ্যানচালকের
Published: 25th, January 2025 GMT
ঘুষ হিসেবে দাবি করা ১০০ টাকা দিতে রাজি না হওয়ায় মেহেরপুরের গাংনীতে আরিফ হোসেন (৪৩) নামে এক ভ্যানচালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদে ঘটে এ ঘটনা। আরিফের ভাষ্য, তাঁর টিসিবি কার্ডটি অনলাইনে নবায়নের জন্য গিয়েছিলেন। সেখানে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ঘুষ দাবি করে। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা হয়।
আরিফ হোসেন একই ইউনিয়নের জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার রেজাউল হকের ছেলে। তাঁর ভাষ্য, টিসিবি কার্ড অনলাইনে নবায়নের জন্য গেলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ১০০ টাকা দাবি করেন। টাকা কেন দিতে হবে জানতে চাইলে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আসমাতারার ইন্ধনে তার ক্যাডাররা লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে তারা।
এ বিষয়ে আরিফ থানায় অভিযোগ দিতে চাইলেও প্যানেল চেয়ারম্যানের লোকজন বিষয়টি মিটিয়ে ফেলতে বলছে। ন্যায়বিচার না পেলে তিনি থানায় মামলা করবেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেনি। পড়ে গিয়ে আহত হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়।
তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হোসেন জানিয়েছেন, আরিফ হোসেনের মাথা আঘাতের কারণে ফেটে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁর প্রতি অনাস্থা জানায় পরিষদের অন্য সদস্যরা ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও প্রীতম সাহা বলেন, ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অনাস্থার বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেবেন। ঘুষ দাবি ও ভ্যানচালকের মাথা ফাটিয়ে দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ হ স ন ব ষয়ট
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।