শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তুরঙ্গমীর প্রযোজনা ‘ওয়াটারনেস’-এর ১২তম মঞ্চায়ন হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি ‘ওয়াটারনেস’ বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার বা নৃত্যনাটক। প্রযোজনাটি কাদম্বরী দেবীকে উৎসর্গ করা হয়েছে।

বাংলা ও ইংরেজিতে নির্মিত ৪৫ মিনিট ব্যাপ্তির এই প্রযোজনার পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য, সংগীত পরিচালনায় সুমন সরকার, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস এবং মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় রয়েছেন পূজা সেনগুপ্ত। নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, প্রান্তিক দেব, ইয়াসনা রহমান, লোপা অধিকারী, অদৃজা সেনগুপ্ত, শাকিল আহমেদ, সানজীদা সন্ধি, পুষ্পিতা শীল প্রমুখ। 

পূজা সেনগুপ্ত বলেন, ‘২০১৫ সালে এটি প্রথম মঞ্চে আসে। ২০২৫-এর এ মঞ্চায়নের মধ্য দিয়ে আমরা ওয়াটারনেস-এর দশ বছর উদযাপন করতে যাচ্ছি। এটি আমাদের জন্য বেশ আনন্দের বিষয়। সবার সহযোগিতা ছিল বলেই এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছি। ২০২২ সালের সেপ্টেম্বরে ‘ওয়াটারনেস’-এর সর্বশেষ শো করেছি। বেশ বিরতির পর শোটি হচ্ছে। আশা করছি, এই শো দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’

এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে বার্জার পেইন্টস বাংলাদেশ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ