ভালোবাসা দিবস উপলক্ষে তানভীর তারেকের রচনা ও পরিচালনায় আসছে নাটক ‘ফাঁদের প্রেমে’। নাটকটি ১৪ ফেব্রুয়ারি আমেরিকা-কানাডাভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএ’র ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে।

একই সঙ্গে আশা মাল্টিমিডিয়া চ্যানেলে সারা বিশ্বের জন্য ইউটিউব প্রিমিয়ার করা হবে তার পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি।

রোমান্টিক থ্রিলারধর্মী এই নাটকের গল্প মূলত আমেরিকায় বাংলাদেশিদের ইমিগ্রেশন, প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি। নাটকটির একটি বিশেষ ধারাবর্ণনায় অংশ নিয়েছেন আরও একজন অভিনয়শিল্পী।

‘ফাঁদের প্রেমে’ নাটকটির নির্মান প্রসঙ্গে পরিচালক তানভীর তারেক বলেন,‘যেহেতু দীর্ঘদিন গল্প-গদ্য লিখি, তাই নাটককে আমি মনে করি তার দৃশ্য বর্ণনা। প্রায় দেড় যুগেরও বেশি সময় আগে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, অপূর্ব, নাদিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলাম। কাকতালীয়ভাবে সেটিও ছিল ভালোবাসা দিবসেরই নাটক। এবারও নিজের লেখা ভালোবাসা দিবসের নাটক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি দর্শকেরা নাটকের গল্পে এক ধরনের নতুনত্ব পাবেন।’

‘ফাঁদের প্রেমে’ নাটকে একটি রোমান্টিক গান থাকছে, যার কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। গানটির সংগীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু।

নাটকটির আবহসংগীত করছেন রাজেশ মজুমদার। চিত্রগ্রহণে শাহনেওয়াজ হাসিব, সম্পাদনা করছেন এস এম তুষার। এটি আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা।

নাটকটি প্রসঙ্গে প্রযোজক আশা মাল্টিমিডিয়ার এশা রহমান বলেন, ‘ফাঁদের প্রেমে’ নাটকটির মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। এরই ভেতরে আমরা চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছি। পাশাপাশি নিয়মিত নাটকের প্রযোজনা অব্যাহত থাকবে। আমরা চাই কোয়ালিটি প্রডাকশনের মাধ্যমে দর্শকদের বিনোদন ও সোশ্যাল মেসেজ দিতে।’

‘ফাঁদের প্রেমে’ নাটকটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একাধিক লোকেশনে ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, লাক্স তারকা সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা আলম, সৌরভ ইমাম, রাজসহ একাধিক অভিনয় শিল্পী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টকট র

এছাড়াও পড়ুন:

সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি

সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’

অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ