হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল’র পরিচিতি সভা
Published: 30th, January 2025 GMT
হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দেওভোগ হৃদম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ - ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্য জোট এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারী মালিকদের কল্যানে যা যা করনীয় সব কিছু করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
আমার বিশ্বাস আমার পুরো প্যানেলের ১৮ জনকেই আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন । আপনারা দেখেছেন আমি কখনো কোনো অন্যায় কাজেকে প্রশ্রয় দেইনি আগামীতে ইনশাআল্লাহ দিবোনা।
তিনি আরও বলেন, মার্কেটে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে তাই ইতিমধ্যে মার্কেটের জন্য দুটি গেইট এর অর্ডার করেছি। দোকানদার যারা আছেন দোকানের ভিতরে এবং বাইরে উভয় স্থানে সি সি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন।
১৫ বছর পূর্বে আমি একটি এফডিআর করেছিলাম যেটা আর কয়েকমাস পর শেষ হবে। তখন ঐ টাকা দিয়ে আমাদের উন্নয়ন কাজ করতে পারবো এবং আপনাদের জন্য ক্লাবের ব্যবস্থাও করা হবে। অনেকে জানেই না সমিতি আছে নাকি নাই। এর কারন হলো কোন নির্বাচন হয় নি।
আর আপনাদের কাছে আমার দাবী রইলো যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান বানাতে চান তাই আমাকে পুরো প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এস স য় পর চ ত
এছাড়াও পড়ুন:
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে শনিবার মধ্যরাতে
তিন মাস দুই দিন পর কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরণ। শনিবার (২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন জেলেরা।
কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কয়েক বছরের মধ্যে এবার নির্দিষ্ট সময়ে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। অন্যান্য বছর ২-৩ দফা সময় বাড়িয়ে প্রায় চার মাস পর মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতো। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, প্রজনন এবং অবমুক্ত করা মাছের বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।
এদিকে, মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাট। মাছ পরিবহন ও সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রাম, বরফ ভাঙার মেশিন। দীর্ঘ ৯২ দিনের কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে রেখেছেন ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বিএফডিসি সূত্র বলছে, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য ১ মে থেকে ৩০ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এ সময়ে হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে।
রাঙামাটির শহরের পুরান পাড়া জেলা পল্লীর বাসিন্দা নেপাল দাশ জানিয়েছেন, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালে যে সরকারি সহায়তা পাওয়া যায়, তাতে পরিবার নিয়ে চলা কঠিন। দীর্ঘ তিন মাস পর মাছ ধরতে নামতে পারব, এতে খুশি আমরা।
নতুন পাড়ার জেলে অমর কান্তি দাশ বলেছেন, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে। তবে, পানিতে ঢেউ থাকায় শুরুতে বেশি মাছ পাওয়া যাবে না। পানি কিছু কমে আসলে ও স্থির হলে ভালো মাছ পাব, আশা করি। হ্রদে নামার জন্য যা যা প্রস্তুতি, সবকিছু শেষ করেছি। জাল ও নৌকা মেরামত করা হয়েছে। এখন শুধু লেকে নামার অপেক্ষা।
রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া বলেছেন, এবার নিষেধাজ্ঞার শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে যথেষ্ট পানি থাকায় মাছ প্রথম থেকেই প্রজনন এবং বড় হওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি, এবার পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। ব্যবসায়ীরা সব প্রস্ততি নিয়েছেন। রবিবার সকাল থেকে বিএফডিসি ঘাটে মাছ আসবে।
বিএফডিসির রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, নিষেধাজ্ঞাকালীন আমাদের উপকেন্দ্রগুলোর যেসব অবকাঠামো সংস্কারের প্রয়োজন ছিল, সেসব আমরা শেষ করেছি। অন্যান্য যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেসবও শেষ হয়েছে। আশা করছি, গত বছরের মতো এবছরও ভালো মাছ পাওয়া যাবে।
ঢাকা/শংকর/রফিক