ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪) এবং মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৬)। হত্যার পর দালাল চক্র পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে লাশের ছবি পাঠায়। 
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, দু’মাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তিনি ছেলেকে বিদেশ পাঠান। ছেলেকে প্রথমে দুবাই, পরে সেখান থেকে সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে হৃদয়কে হত্যা করা হয়।
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘চার-পাঁচ দিন ধরে হৃদয়ের খোঁজ মিলছিল না। দালালরা শুক্রবার (গতকাল) দুপুরে আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল। ওই টাকা না দেওয়ায় তারা ভাইকে খুন করেছে।’  
স্থানীয় ফয়সাল হোসেন বলেন, শুধু হৃদয় নন; রাসেল নামে আরও একজনকে লিবিয়াতে হত্যা করা হয়েছে। তিনিও কুমারখালী গ্রামের বাসিন্দা। ওই মানব পাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। তারা কোটি কোটি টাকার মালিক। টাকা না দিলেই করা হয় অত্যাচার; এক পর্যায়ে মেরে ফেলে ওরা। 
ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো.

মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে।”

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

আরো পড়ুন:

দেশ রাজনৈতিকভাবে কঠিন সময় অতিক্রম করছে: ফখরুল

নির্বাচন নিয়ে সরকারের কথার স্টাইল ভালো না: সোহেল

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ