দুর্নী‌তির মাধ‌্যমে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভা‌বিক লেন‌দেনের অভিযোগে ফেঁসে যা‌চ্ছেন আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য, সা‌বেক মন্ত্রী শাজাহান খান, তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, ছে‌লে আসিবুর রহমান ও ঐশী খান। অভিযোগের সত‌্যতা পে‌য়ে শাজাহান খান, তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, ছে‌লে আসিবুর রহমান‌কে পৃথক তিন‌টি মামলার সিদ্ধান্ত ‌নি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। একই অভিযোগে শাজাহান খানের, তার স্ত্রী ঐশী খানের সম্প‌দের হিসাব বিবরণী চে‌য়ে নো‌টিশ দে‌বে সংস্থা‌টি।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুদ‌কের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য জানান।

দুদক জানায়, সা‌বেকমন্ত্রী শাজাহান খান, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ১১,৩৬,৫১,৫৫৫ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৮৬, ৬৯,৩২,৭৬৯ টাকা লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন:

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে ৪,৪৭,১৯,৮৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় পৃথক একটি মামলার সিদ্ধান্ত হয়েছে। মামলায় শাজাহান খানকেও আসা‌মি করা হ‌চ্ছে।

শাজাহান খানের ছে‌লে আসিবুর রহমান তার পিতা শাজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে ৯,৮৯,০৬,০৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় ধারায় পৃথক একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলায় শাজাহান খানকেও আসা‌মি করা হ‌চ্ছে।

অন‌্যদি‌কে, শাজাহান খানের মে‌য়ে ঐশী খানের বিরু‌দ্ধেও অবৈধ সম্প‌দ অর্জ‌নের অভিযোগ র‌য়ে‌ছে। দুদ‌কের অনুসন্ধা‌নে তার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত ১,৭১,১৮,০৯২ টাকার সম্পদের মালিকানা অর্জন এবং তার নামে ও বেনামে আরো সম্পদ থাকার তথ‌্য পে‌য়ে তা‌কে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ঞ ত আয় ত হয় ছ দমন ক

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া