ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা
Published: 2nd, February 2025 GMT
পাওনা টাকা বুঝে না পাওয়ায় হোটেল ছাড়তে পারছিলেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা। রাজশাহী বিপিএলের লিগ পর্ব থেকেই বাদ পড়লেও পাওনা টাকা না বুঝে নিয়ে ঢাকা ছাড়তে রাজি নন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশিরা। তবে বিকেলে এক বিবৃতি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আজ থেকে তাদের বিদেশি ক্রিকেটার, কোচ ও কোচিং স্টাফরা ঢাকা ছাড়বেন। সেখানে কে কখন ঢাকা ছাড়বে সেটার সময়সূচিও দিয়ে দিয়েছে রাজশাহী।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্বার রাজশাহীর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ শেষে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা আজ রাত থেকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজশাহীর জিম্বাবুয়াইন অলরাউন্ডার রায়ান বার্ল আজ রোববার দিবাগত রাত ৩টায় ইথিওপিয়া এয়ারওয়েজে করে হারারের উদ্দেশ্যে যাত্রা করবেন। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ হারিস থাই এয়ারওয়েজে করে ১টা ৪০ মিনিটে লাহোরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
হেড কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ছাড়বেন। অন্যদিকে মিগুয়েল কামিন্স আগামী বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৫) ছাড়বেন। অন্যান্য খেলোয়াড়রা যত দ্রুত সম্ভব টিকিট পাওয়া সাপেক্ষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরো পড়ুন:
হোটেলবন্দী বার্ল-হারিসরা, পাচ্ছেন না দেশে ফেরার টিকিট
আলো ছড়িয়ে উজ্জ্বল তারা
অবশ্য বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। তারা ঠিকমতো খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি। সেটা কেবল দেশি নয়, বিদেশি ক্রিকেটারদেও যথাসময়ে পাওনা পরিশোধ করতে পারেনি। সে কারণে পাওনা টাকা না নিয়ে হোটেল ছাড়তে রাজি হয়নি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। তাইতো তারা নির্দিষ্ট সময়ের পরও স্বেচ্ছায় হোটেলবন্দি হয়ে ছিলেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত