গলা কেটে সরিষা ক্ষেতে পুঁতে রাখা হয়েছিল রিফাতকে
Published: 3rd, February 2025 GMT
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে রিফাত আহমেদ (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর সোমবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে বস্তাবন্দি রিফাতের লাশ উদ্ধার করা হয়।
রিফাত মির্জাকান্দা গ্রামের ভ্যানচালক মফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার অভাবের সংসার, তাই মাঝেমধ্যে রিফাতও ভ্যান চালাত।
গত ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। রিফাত হত্যার ঘটনায় পুলিশ এরই মধ্যে মো.
পুলিশ বলছে, রিফাতের সঙ্গে থাকা ভ্যানটি চুরির উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করেছে ওই কিশোর।
এলাকাবাসী জানায়, মফিজুল ইসলামের চার ছেলেমেয়ের মধ্যে সবার ছোট রিফাত। সে পাশের গ্রামের কাতলশা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত। ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রিফাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’দিন পরও বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় জিডি করে। এর পর পুলিশ রিফাতকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চেচুয়া এলাকার মিরাজ নামে এক যুবককে রোববার গভীর রাতে মুক্তাগাছা শহরের মনিরামবাড়ী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, ভ্যান চুরির উদ্দেশ্যে শিশু রিফাতকে গলা কেটে হত্যা করে মিরাজ সরিষা ক্ষেতে লাশ পুঁতে রেখেছিল। গ্রেপ্তার মিরাজ স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে