ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে রিফাত আহমেদ (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর সোমবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে বস্তাবন্দি রিফাতের লাশ উদ্ধার করা হয়।

রিফাত মির্জাকান্দা গ্রামের ভ্যানচালক মফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার অভাবের সংসার, তাই মাঝেমধ্যে রিফাতও ভ্যান চালাত। 

গত ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। রিফাত হত্যার ঘটনায় পুলিশ এরই মধ্যে মো.

মিরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি উপজেলার চেচুয়া গ্রামে।

পুলিশ বলছে, রিফাতের সঙ্গে থাকা ভ্যানটি চুরির উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করেছে ওই কিশোর।

এলাকাবাসী জানায়, মফিজুল ইসলামের চার ছেলেমেয়ের মধ্যে সবার ছোট রিফাত। সে পাশের গ্রামের কাতলশা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত। ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রিফাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’দিন পরও বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় জিডি করে। এর পর পুলিশ রিফাতকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চেচুয়া এলাকার মিরাজ নামে এক যুবককে রোববার গভীর রাতে মুক্তাগাছা শহরের মনিরামবাড়ী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, ভ্যান চুরির উদ্দেশ্যে শিশু রিফাতকে গলা কেটে হত্যা করে মিরাজ সরিষা ক্ষেতে লাশ পুঁতে রেখেছিল। গ্রেপ্তার মিরাজ স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে।                  

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে শিশু নিখোঁজ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।

আরো পড়ুন:

৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু

সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ