তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালক
Published: 8th, February 2025 GMT
দক্ষিণ ভারতীয় সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ৩৪ বছর বয়সী এই সংগীত পরিচালক দক্ষিণি নির্মাদের প্রথম পছন্দ। পারিশ্রমিকও নিয়ে থাকেন অনেক। তিনি নাকি এ আর রাহমানের চেয়ে বেশি পারিশ্রমিক নেন। অনিরুদ্ধের সুরের জাদুতে আজ মুগ্ধ তরুণেরা। রজনীকান্ত, বিজয়, কমল হাসানসহ আলোচিত অভিনেতার একাধিক তামিল সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনিরুদ্ধ। এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালকও তিনি।
হিন্দু টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালবামপ্রতি অনিরুদ্ধ এখন ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন।যেখানে এ আর রহমান ৭ কোটি রুপি নিয়ে থাকেন। এরই মধ্যে অনিরুদ্ধ বলিউডেরও কাজ করে ফেলেছেন। তা–ও আবার শাহরুখ খানের সঙ্গে। ‘বাদশাহ’র ‘জওয়ান’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন অনিরুদ্ধ।
জানা গেছে, জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা’ সিনেমাতে অনিরুদ্ধের গান রয়েছে। তার সুর করা গানগুলো বেশির ভাগই সুপারহিট।
আরো পড়ুন:
‘চিচিং ফাঁক’ এ প্রিয়াঙ্কা সরকার
ঘরে বসেই দেখা যাবে ‘ প্রিয় মালতী’
শ্রীকান্ত ওদেলা এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অনিরুদ্ধের আবহ সংগীত অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করেছে। না হলে এই মুহূর্তগুলো এতটা জমত না।’
২০১২ সালে ‘৩’ সিনেমার ‘হোয়াই দিজ কোলাবেরি ডি’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। এরপর থেকেই তার ক্যারিয়ারের গ্রাফ শুধুই এগিয়ে গিয়েছে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।