যুবককে ঘরে ঢুকিয়ে চাঁদা দাবি, না দেওয়ায় মা-মেয়েকে ছাত্রদল নেতার মারধর
Published: 10th, February 2025 GMT
বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় মা ও মেয়েকে মারধর করার অভিযোগে রোববার রাতে ছাত্রদল নেতা আল আমিনকে আটক করেছে যৌথ বাহিনী। আল আমিন নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় আল আমিনসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মা।
জানা গেছে, চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী তাঁর অষ্টম শ্রেণির ছাত্রী মেয়ের লেখাপড়ার জন্য সোনাহাটা বাজারে ভাড়া বাসায় থাকেন। গত ২৯ জানুয়ারি দুপুরে ওই ছাত্রী বাসায় এলে আল আমিন ও তাঁর সহযোগীরা সরুগ্রাম এলাকার এক যুবককে তাঁর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এর পর ছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আল আমিন ও তাঁর সহযোগীরা মা-মেয়েকে মারধর করেন।
ছাত্রীর মা বলেন, চাঁদা না দেওয়ায় মেয়েসহ আমাকে প্রকাশ্যে মারধর করা হয়। থানায় গেলে পুলিশ মামলা নিতে অপারকতা প্রকাশ করে। নিরুপায় হয়ে বগুড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করি। রোববার রাতে যৌথ বাহিনীর সদস্যরা সোনাহাটা বাজার থেকে আল আমিনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ধুনট থানায় আল আমিন ও তাঁর দুই সহযোগী সিয়াম ও সীমান্তের নামে মামলা করি।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, যৌথ বাহিনীর হাতে আটক আল আমিনকে চাঁদাবাজির মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ন ত আটক ম রধর
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি