যুবককে ঘরে ঢুকিয়ে চাঁদা দাবি, না দেওয়ায় মা-মেয়েকে ছাত্রদল নেতার মারধর
Published: 10th, February 2025 GMT
বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় মা ও মেয়েকে মারধর করার অভিযোগে রোববার রাতে ছাত্রদল নেতা আল আমিনকে আটক করেছে যৌথ বাহিনী। আল আমিন নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় আল আমিনসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মা।
জানা গেছে, চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী তাঁর অষ্টম শ্রেণির ছাত্রী মেয়ের লেখাপড়ার জন্য সোনাহাটা বাজারে ভাড়া বাসায় থাকেন। গত ২৯ জানুয়ারি দুপুরে ওই ছাত্রী বাসায় এলে আল আমিন ও তাঁর সহযোগীরা সরুগ্রাম এলাকার এক যুবককে তাঁর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এর পর ছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আল আমিন ও তাঁর সহযোগীরা মা-মেয়েকে মারধর করেন।
ছাত্রীর মা বলেন, চাঁদা না দেওয়ায় মেয়েসহ আমাকে প্রকাশ্যে মারধর করা হয়। থানায় গেলে পুলিশ মামলা নিতে অপারকতা প্রকাশ করে। নিরুপায় হয়ে বগুড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করি। রোববার রাতে যৌথ বাহিনীর সদস্যরা সোনাহাটা বাজার থেকে আল আমিনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ধুনট থানায় আল আমিন ও তাঁর দুই সহযোগী সিয়াম ও সীমান্তের নামে মামলা করি।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, যৌথ বাহিনীর হাতে আটক আল আমিনকে চাঁদাবাজির মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ন ত আটক ম রধর
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে