মণিপুরে পুলিশ সহকর্মীদের গুলি করে হত্যা
Published: 14th, February 2025 GMT
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের লাম্ফেল পুলিশ ক্যাম্পে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য নিজের সহকর্মীদের গুলি করে হত্যা করেছেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সিআরপিএফ-এর ১২০নং ব্যাটালিয়নের হাবিলদার সঞ্জয় কুমার নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এক কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেন। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হন।
এ ঘটনার পরপরই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের দ্রুত ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়।
কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মানসিক চাপ বা সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি)
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।
এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।
মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’
মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে