মণিপুরে পুলিশ সহকর্মীদের গুলি করে হত্যা
Published: 14th, February 2025 GMT
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের লাম্ফেল পুলিশ ক্যাম্পে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য নিজের সহকর্মীদের গুলি করে হত্যা করেছেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সিআরপিএফ-এর ১২০নং ব্যাটালিয়নের হাবিলদার সঞ্জয় কুমার নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এক কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেন। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হন।
এ ঘটনার পরপরই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের দ্রুত ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়।
কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মানসিক চাপ বা সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি)
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
আমরা যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, তাঁদের দিনের বড় একটি অংশ সহকর্মীদের সঙ্গেই কাটে। আসা–যাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিলে দেখা যাবে, পরিবারের সদস্যদের চেয়ে তাঁদের সঙ্গেই কাটছে বেশি সময়। স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে একধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাঁরা হয়ে ওঠেন বন্ধু, মনের কথা ভাগ করে নেওয়ার সঙ্গী। কখনো কখনো এই সম্পর্ক পেশাগত সীমারেখাও ছাড়িয়ে যায়।
প্রশ্ন হলো, সহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে এই সীমারেখা কোথায় টানতে হবে? অফিসে বা বাইরে বিপরীত লিঙ্গের সহকর্মীর সঙ্গে কোন কথাটা বলা যাবে, কোন ঠাট্টাটা করা যাবে, মোটের ওপর কতটা মেলামেশা করা যাবে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়ে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থাটির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। যাঁদের দুজনেরই রয়েছে আলাদা পরিবার। তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই অফিসের ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যের সম্পর্ক নৈতিকতার কোন মানদণ্ড মেনে চলবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সহকর্মীর সঙ্গে কেমন আচরণ করবেন সেসব নিয়ে প্রতিটি ভালো অফিসেই আচরণবিধি থাকে