বন্দরে উত্তরাঞ্চলে চোরের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার গভীর রাতে একটি কোম্পানীর ৬০ লাখ টাকার মামলামাল চুরি হয়েছে। পবিত্র শব-ই-বরাত রজনীতে যখন মুসল্লীরা এবাদতে মসগুল আর এসুযোগে চোরের দল বন্দরের কেওঢালায় ভূইয়া টিম্বারের মালামাল খুলে চুরি করছিল।

এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি ৫০ ঘোরা মটর ফেলে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া মটর উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।

মিল মালিক জানান, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এ মিল থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। একটি সঙ্ঘবদ্ধ  চোরের দল   মিলের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় কিছু চোরের বিরুদ্ধে আদালতে মামলাও দেয়া হয়েছে। চোর সিন্ডকেটের সদস্যরা হলো সাইফুল, রিপন, মোবারক, আবু তাহের, জামাল ও মোসলেউদ্দিন।

এ ব্যপারে ধামগড় ফাড়ি পুলিশে সহকারী দারোগা কামাল বলেন, আমরা টহল ডিউটি করার সময় কেওঢালা ভূইয়া টিম্বারের অভ্যন্তরে কিছু মালামাল খুলার আওয়াজ পেয়ে আমরা মিলে প্রবেশ করতেই কয়েকজন লোক মালামাল ফেলে পালিয়ে যায়। তবে মিলটি বন্ধ ছিল।

চোরের দল মিল বন্ধ থাকার সুযোগে চুরি করতে মিলে প্রবেশ করেছে। তবে মিলের অনেক মামলামাল চুরি হয়েছে তা ভিতরে গিয়ে তার প্রমাণ পাওয়া যায়। আমরা মিল থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির মটর ফেলে যায়। আমরা মটরটি উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘ দিন যাবত একটি চক্র বিভিন্ন মিল কারখানায় চুরিসহ মহাসড়কে ছিনতাই করে বেড়ায়। এ জন্য নাগরিকের জানমালের রক্ষার্থে যৌথ বাহিনীর টহল জোরদার করা জরুরী।#

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ