বন্দরের উত্তরাঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি
Published: 15th, February 2025 GMT
বন্দরে উত্তরাঞ্চলে চোরের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার গভীর রাতে একটি কোম্পানীর ৬০ লাখ টাকার মামলামাল চুরি হয়েছে। পবিত্র শব-ই-বরাত রজনীতে যখন মুসল্লীরা এবাদতে মসগুল আর এসুযোগে চোরের দল বন্দরের কেওঢালায় ভূইয়া টিম্বারের মালামাল খুলে চুরি করছিল।
এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি ৫০ ঘোরা মটর ফেলে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া মটর উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।
মিল মালিক জানান, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এ মিল থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। একটি সঙ্ঘবদ্ধ চোরের দল মিলের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় কিছু চোরের বিরুদ্ধে আদালতে মামলাও দেয়া হয়েছে। চোর সিন্ডকেটের সদস্যরা হলো সাইফুল, রিপন, মোবারক, আবু তাহের, জামাল ও মোসলেউদ্দিন।
এ ব্যপারে ধামগড় ফাড়ি পুলিশে সহকারী দারোগা কামাল বলেন, আমরা টহল ডিউটি করার সময় কেওঢালা ভূইয়া টিম্বারের অভ্যন্তরে কিছু মালামাল খুলার আওয়াজ পেয়ে আমরা মিলে প্রবেশ করতেই কয়েকজন লোক মালামাল ফেলে পালিয়ে যায়। তবে মিলটি বন্ধ ছিল।
চোরের দল মিল বন্ধ থাকার সুযোগে চুরি করতে মিলে প্রবেশ করেছে। তবে মিলের অনেক মামলামাল চুরি হয়েছে তা ভিতরে গিয়ে তার প্রমাণ পাওয়া যায়। আমরা মিল থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির মটর ফেলে যায়। আমরা মটরটি উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘ দিন যাবত একটি চক্র বিভিন্ন মিল কারখানায় চুরিসহ মহাসড়কে ছিনতাই করে বেড়ায়। এ জন্য নাগরিকের জানমালের রক্ষার্থে যৌথ বাহিনীর টহল জোরদার করা জরুরী।#
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন