রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনে অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ সংক্রান্ত যথাযথ ব্যবস্থা নিতে ডিএনসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় তিনি জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসি’র আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে রোববার থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এনস স

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের

ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

সম্পর্কিত নিবন্ধ