চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত আটজনের পরিচয় শনাক্তে তাদের ব্যাপারে তথ্য চেয়েছে পুলিশ। ওই ব্যক্তিদের ‘বেওয়ারিশ লাশ’ হিসেবে দাফন করা হলেও ছয় মাসেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

এ অবস্থায় সোমবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য চেয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅভ্যুত্থানে গুলিতে শহীদ আটজনকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে দাফন করা হয়। তাদের ছবি পুলিশ সদর দপ্তরে থাকলেও সেগুলো প্রকাশযোগ্য নয়। তাদের শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।’

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। তার আগে আন্দোলন দমাতে গিয়ে সহিংসতায় বিপুল হতাহত হয়।

সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে হতাহতের তালিকা তৈরির উদ্যোগ নেয়। এজন্য ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।

গত ২১ ডিসেম্বর ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে ৮৫৮ জন নিহত এবং সাড়ে ১১ হাজার আহত ব্যক্তির প্রথম খসড়া তালিকা প্রকাশ করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণঅভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

শামীম ওসমানের ছেলে অয়নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

এ বিষয়ে গণমাধ্যমে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই আটজনের সম্পৃক্ততা রয়েছে। 

আরো পড়ুন:

নোয়াখালীতে গুলি করে হত্যা: থানায় মামলা, অস্ত্র উদ্ধার

কালীগঞ্জে ‘পেরেক’ মেরে হত্যা 

যদিও আটজনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই আটজনের মধ্যে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অয়ন ওসমান পালিয়ে রয়েছেন। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কারের একাল-সেকাল
  • তরুণ সমাজ দেশপ্রেমে উত্তীর্ণ হয়েছে, বাংলাদেশ উচ্চস্থানে উন্নীত হবে : ডিসি
  • শামীম ওসমানের ছেলে অয়নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্ব ও রাজনীতিতে প্রাণপ্রবাহ
  • জুলাই বিপ্লবী মেয়েরা আজ নিরাপদ বোধ করছে না: ফরহাদ মজহার
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত দুজন শনাক্ত  
  • ড. ইউনূস অভ্যুত্থানের ঘোষণাপত্র দেননি, আমাদের হাতে বিপ্লবের দলিল নেই: ফরহাদ মজহার
  • ড. ইউনূস গণঅভ্যুত্থানের ফসল, নেতা নন: ফরহাদ মজহার
  • গণঅভ্যুত্থানে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
  • ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: ধর্ষণ প্রসঙ্গে আইন উপদেষ্টা