সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই। এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। পুলিশের পুলিশ সদস্যদের মনোবল বাড়ছে।

তিনি আরও বলেন, শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত ১২টা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত ১২:৪০ মিনিটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেইট খোলা থাকবে।

এদিকে, আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।

এম জি

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ