একুশে ফেব্রুয়ারিতে ২১ বছর ধরে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে ‘ক্যাম্পস’
Published: 21st, February 2025 GMT
টাঙ্গাইলের সখীপুর, বাসাইল উপজেলাসহ আশপাশের গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের ২১ বছর ধরে রাজধানী শহর থেকে গ্রামে গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে সেবা দিয়ে আসছে এ প্রতিষ্ঠান।
এবার এ চিকিৎসাশিবিরে (মেডিকেল ক্যাম্প) ১০ দিন আগেই সাড়ে তিন হাজার রোগী নিবন্ধন করেন। প্রাথমিক রোগনির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে আসার আগেই রোগীদের বিনা মূল্যে রক্ত, প্রস্রাব, ইসিজি আলট্রাসনোগ্রাম, এক্স-রেসহ নানা পরীক্ষাও করানো হয়েছে। রাজধানী ঢাকা শহর থেকে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তালিমঘরের ওই ক্যাম্পে এসব রোগীকে চিকিৎসা দেন। বিকেলে চক্ষুশিবির থেকে ২৫০ জন রোগীকে চোখের অস্ত্রোপচার (ছানি অপারেশন) করার জন্য নির্বাচন করা হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের বাসে করে রাজধানী ঢাকায় নেওয়া হবে।
ফিতাকেটে চিকিৎসা ক্যাম্পের করেন চিকিৎসক এম এ সামাদ। শুক্রবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে